top of page

চিকেন - মহারানী (Chicken Maharani)

Updated: Sep 5

ree

আজ দিন কয়েক হলো , বাড়ির মানুষজন , প্রায় ই রিকোয়েস্ট করছে , '' চিকেন - মহারানী '' রান্না করতে | হয়তো সবার খাওয়ার ইচ্ছে হয়েছে | আমি শুনেও ছি , আর করবো করবো ভেবেও ছি | আজ সেই দিনটা | আজ আমি রান্না করবো সবার ভীষণ প্রিয় মেনু '' চিকেন - মহারানী '' | রান্না তো আমার সবার জন্যই | তাই তারা চাইলেই .....আমিও রাঁধবো | বাড়ির মানুষজন খুশি হলে , আমিও খুশি !!


ree

আজ ফ্রাইডে | কাল থেকে শনি - রবি ২ দিন ছুটি | শুক্রবার , এমনিতেই আমরা একটু বেশি ই খুশি খুশি থাকি | যদিও কাজ ই আমাদের প্রাণ , কাজ ছাড়া জীবন টাকে যেনো ভাবতেই পারবো না , তবু ও সারা সপ্তাহ কাজের পর ...খানিকটা ছুটি , বড়োই ভালো লাগে | শুক্রবার রাত থেকেই শুরু হয় , এক বিশেষ আনন্দের না - বলা অনুভূতি | তবে আজ এই শুক্রবারে , অনুভূতিটাকে আমি আরো ও বাড়িয়ে দিতে চলেছি , ডিনারে গরম গরম রুটি আর সঙ্গে রেখেছি , সবার অনেক অনেক চাহিদার '' চিকেন - মহারানী '' (Chicken Maharani) |


ree


চিকেন বিশেষ ভাবে প্রোটিন সমৃদ্ধ এক আমিষ উপকরণ | যা সহজ প্রাপ্য আবার সহজ প্রাচ্য ও বটে |আমাদের শরীরকে সুস্থ - সবল রাখতে , ইমিউনিটি স্ট্রং করতে শরীরের প্রোটিনের চাহিদা তো রয়েছেই , আর চাহিদাও অ.....সীম | তাই প্রত্যেকের ই প্রতিদিনের খাদ্য তালিকায় প্রোটিনের কোনো না কোনো মেনু , রাখতেই হবে | আর আমরা সব্বাই তো জানি ই যে আমিষ ভোজীদের কাছে , চিকেন খুব সহজ প্রাপ্য এক প্রোটিনের উৎস , মানে প্রোটিনের ভান্ডার |


ree

এখন তো আমরা সবাই শরীর সম্বন্ধে একটু হলেও , সচেতন তো বটেই | তাই খাদ্য তালিকায় , শরীরের প্রয়োজনমতো ,খাদ্যগুণে ভরপুর খাবারই রাখার চেষ্টাও করে থাকি | আর চিকেন ? ছোট থেকে বড়ো আমিষভোজীদের কাছে , চিকেন খুব খুব প্রিয় একটি খাদ্য উপকরণ | অনেক অনেক বাড়িতে ই প্রায় প্রতিদিনই চিকেনের কোনো না কোনো মেনু থাকেই |


ree

আমার রান্নাঘরেও রোজ না হলেও . মাঝে মধ্যেই চিকেন পৌঁছে যায় | আমিও নানা নানা রকমের মেনু তৈরী করে খাবার টেবিল জমিয়ে দি | রান্না করতে আমার খুব খুব ভালো লাগে, আর আমি খুশি খুশি মনে রেঁধেও ফেলি | আর সব চাইতে আনন্দ যে , বাড়ির সবাই খায় ও খুব খুব আনন্দও করে , প্রশংসা ও করে , আর অনেক অনেক উৎসাহ ও দেয় |


ree

চিকেন - মহারানী রান্নার প্রায় সব উপকরণ ই আমার রান্নাঘরে মজুত রয়েছে | শুধু আনিয়ে নিয়েছি , খানিকটা চিকেন , খানিকটা দই আর ৫০০ গ্রামের একটা দুধের প্যাকেট | সকালে ম্যারিনেট টা সেরে রাখবো | সন্ধ্যায় চা - টা খেয়ে , ডিনারের জন্য তৈরি করে নেবো '' চিকেন - মহারানী ''...সঙ্গে গরম গরম রুটি |


চিকেনের পরিমান প্রায় ১কিলো ৭০০ গ্রামের মতো | টুকরো টুকরো করে কাটা | জলে ধুয়ে , জল ঝরিয়ে চিকেন একটা পাত্রে নিয়ে , পাত্রের মধ্যে দিয়ে দিলাম ১৫০ গ্রামের মতো দই , কয়েকটা গোটা কাশ্মীরি লঙ্কা ( প্রত্যেকটা অল্প অল্প চেরা ) , ৫-৬ চামচ সর্ষের তেল আর অল্প খানিকটা নুন | ভালো করে সমস্ত মেখে নিয়ে ,একটা ঢাকা দিয়ে , ম্যারিনেট চিকেন ফ্রিজে তুলে রাখলাম | সন্ধ্যার পর রাঁধবো |


উপকরণ :-

ree
  • চিকেন - ১কিলো ৭০০ গ্রাম

  • পেঁয়াজ - ছোট ছোট সাইজের ৫টা , খোসা ছাড়িয়ে নিয়ে , মিহি করে কুচানো

  • রসুন - ছোট মতন ১টা , কোয়া ছাড়িয়ে পরিষ্কার করে রাখা

  • আদা - ইঞ্চি খানেক , খোসা ছাড়িয়ে নিয়ে , টুকরো টুকরো করে কেটে রাখা

  • কাঁচালঙ্কা - ৪-৫টি

  • দই - ১৫০ গ্রাম

ree
  • গোটা কাশ্মীরি লঙ্কা - ৮-৯টা , প্রত্যেকটা ফাটিয়ে ফাটিয়ে রাখা

  • গোটা জিরে - ১ চা - চামচ

  • গোটা ধোনে - ১ চা - চামচ

  • ছোট এলাচ - ছোট ছোট , ৮-৯পিস

  • লবঙ্গ - ৮-৯ পিস্

  • দারচিনি - ছোট ছোট , ৫ টুকরো

  • গোটা শুকনোলঙ্কা - ৫টি

  • কাজু - গোটা ১৮ - ১৯ পিস্

ree
  • আমন্ড বাদাম - ১৩ - ১৪ পিস্

  • কিসমিস - ৪০ - ৫০ গ্রাম

  • দুধ -২ কাপের মতো

  • মাখন - ৪-৫ চা - চামচ

  • লালঙ্কারগুঁড়ো - ৪-৫চামচ

  • চিনি - প্রয়োজনমতো

  • নুন - প্রয়োজনমতো

  • সর্ষের তেল বা সাদা তেল - প্রয়োজনমতো


  • আর রান্নায় দিয়েছি আমার তৈরি একটা হালকা দুধ - মাখনের ...ক্রিমের মতো মিশ্রণ | যেটা রান্না র শেষে গ্যাস বন্ধ করেই রান্নায় দিতে হবে |


পদ্ধতি :-


বিকালে অল্প - স্বল্প জলখাবারের সঙ্গে চা খেয়ে নিয়ে , শরীর মনকে ঠান্ডা করে নিয়ে , অনেক ফুর্তি আর অনেক অনেক এনার্জি নিয়ে , আজকের ডিনারের টেস্টি টেস্টি মেনু তৈরিতে ব্যস্ত হয়েই পড়লাম | চিকেন রাঁধবো আর তারপর সবার জন্য গরমা - গরম ফোলা ফোলা আর নরম নরম রুটি |

জমে যাবে !! জমে যাবে !! আহা হা হা জমে তো যাবেই !!!


চিকেন তো সকালেই ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম | চা তৈরি করার আগেই ফ্রিজ থেকে বার করে রেখেছি , নরম্যাল টেম্পেরেচারে আনার জন্য | রান্নাশুরুর প্রথমেই , কম আঁচে একটা তাওয়া গ্যাসে বসিয়ে দিলাম | তাওয়া অল্প গরম হয়ে উঠতেই , তাওয়ার উপরে দিলাম , ১চা - চামচ গোটাজীরে , ১ চা - চামচ গোটাধোনে , গোটা শুকনোলঙ্কাগুলো , ছোট - এলাচ , লবঙ্গ আর দারচিনির টুকরোগুলো |


ree

কম আঁচে সমস্ত উপকরণ হালকা করে ভেজে নিলাম | ভাজার হালকা গন্ধ পেতেই , গ্যাস বন্ধ করে , ভাজা মশলাগুলো শুকনো মিক্সির মধ্যে ঢেলে নিলাম | কিছুক্ষন ঠান্ডা হতে দিলাম | মশলাভাজা অল্প ঠান্ডা হতেই , মিহি করে গুঁড়ো করে নিয়ে , একটা পাত্রে ঢেলে নিলাম | পাত্রে দিলাম একটা ঢাকা | এই মশলা টাই রান্নার প্রধান মশলা | এর সুন্দর গন্ধটাই তো রান্নাকে স্পেশাল করে তুলবে |


ree

এবার মিক্সির মধ্যে নিলাম ভালো করে জলে ধেয়ে রাখা , রসুনের কোয়াগুলো , আদার টুকরোগুলো আর গোটা কাঁচালংকাগুলো | সমস্ত ভালো করে বেটে নিলাম | বাটা আদা - রসুন - আর কাঁচালংকার পেস্ট টাও একটা পাত্রে ঢেলে রাখলাম | এখন মিক্সিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে , মিক্সির মধ্যে নিলাম আমন্ড বাদাম , কাজু বাদাম আর ১/২ কাপ মতো দুধ | নিলাম মিহি করে বেটে | বাটা টা মিক্সির মধ্যেই রেখে দিলাম | ঠিক সময়ে রান্নায় দিয়ে দেবো |


ree

মোটামুটি সব কিছু গুছিয়েই ফেলেছি | বাকি আমার ক্রিম তৈরি করা | ক্রিম আমি রান্নায় একটু স্বাদ বাড়াতে দিচ্ছি , না চাইলে আপনারা নাই দিতে পারেন | যাহোক , ক্রিম তৈরির জন্য ১টা পাত্রে ১ কাপ মতো দুধ নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম | দুধ ঘন ঘন হয়ে আসতেই , গ্যাসের মধ্যে দিয়ে দিলাম ৪-৫ চা - চামচ মাখন | বেশি আঁচে কিছুক্ষন করে চললাম , নাড়াচাড়া | বেশ থকথকে হয়ে গেছে | গ্যাস বন্ধ করে দিলাম | তৈরি আমার ক্রিম |


ree

এইবার গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম প্রয়োজনমতো সর্ষের তেল | তেল গরম হয়ে উঠলে আঁচ কমিয়ে কড়াইতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো | আঁচ বাড়িয়ে কমিয়ে পেঁয়াজ ভালো করে ভাজতে লাগলাম | পেঁয়াজে হালকা বাদামি বাদামি রং ধরে আসতেই , আঁচ কমিয়ে কড়াইতে দিয়ে দিলাম , আদা - রসুন - কাঁচালংকার পেস্টটা | আবার আঁচ বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া শুরু করলাম | ভাজার সুন্দর গন্ধ বের হরে শুরু করলেই , কড়াইতে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা |


ree

বেশি আঁচে চিকেন কষতে লাগলাম , কিছুক্ষন বাদে আঁচ কমিয়ে , কড়াইতে দিয়ে দিলাম আমার তৈরি করে রাখা স্পেশাল চিকেন রান্নার মশলাটা , ৪-৫ চা - চামচ লাল লঙ্কারগুঁড়ো আর প্রয়োজনমতো অল্প চিনি | চিনি তো দিতেই হবে | তবে চিকেন ম্যারিনেট করার সময় খানিকটা নুন দিয়ে রেখেছি | তাই এখন ই কোনো নুন দিলাম না | প্রয়োজনে দেবো | আবার সমস্ত আঁচ বাড়িয়ে কমিয়ে নাড়াচাড়া শুরু করলাম | অল্পক্ষন পরে মনে হলো কষা হয়ে এসেছি , কারণ কষা চিকেন থেকেন পুঞ্চ পুঞ্চ করে তেল বেরোচ্ছে আর জিভে জল আনা এক অসাধারণ মন মাতানো গন্ধ !!!


ree

এবার আঁচ কমিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম মিক্সিতে বেটে রাখা আমন্ড - কাজু আর দুধের মিশ্রণটা | বেশি আঁচে নেড়ে চেড়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম , রসার পরিমান ভেবে নিয়ে , বার দুয়েক , মিক্সি ধোওয়া জল | ঝোল ফুটতে শুরু করলো | আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে রান্না কিছুক্ষন হতে দিলাম |


ree

রান্না শুরু থেকেই , সুন্দর গন্ধে তো চারিদিক মো মো করছেই ! কিন্তু এখন চারিদিকে ছড়াতে শুরু করেছে, খুব খুব এক স্পেশাল মন মাতানো , জিভেজল আনা এক গন্ধ !!


ওহো হো হো .....মনে হচ্ছে তো , গন্ধেই আমাদের সব্বাইয়ের ক্ষিধে বেড়ে যাচছে !! কিন্তু একী !! রান্নাঘরের দরজায় , বাড়ির অনেকেই তো উঁকি - ঝুঁকি মারতে শুরু করেই দিয়েছে !! এখন ও যে ডিনার টাইম বেশ দেরি ই আছে !! ত.....বে সত্যি বলতে কি ........এই স্পেশাল টেস্টি টেস্টি গন্ধে , প্রত্যেকেরই জিভের জলকে ধরে রাখা খুব খুবই অসম্ভব | | ঝরে ঝরে পড়বেই ....টপ টপ - টপ টপ ..... টপ টপ - টপ টপ !!


ree

রান্না হয়ে গিয়েছে ভেবেই ঢাকা খুলে , রান্না একটু চেখে নিলাম, বাঃ বাঃ অসাধারণ !! ভালো লাগাটা বোঝানোর কোনো ভাষা ই নেই | যাহোক রান্না তো প্রায় হয়েই এসেছে | রান্নার স্বাদে আরো একটু চটক আনতে , রান্নায় ছড়িয়ে দিলাম , ২ চামচ মতো কসৌরি মেথি | বেশি আঁচে ২-১ বার রান্না ফুটিয়ে রসার পরিমান ঠিক করে নিয়ে গ্যাস বন্ধ করলাম | রান্নার উপরে ছড়িয়ে দিলাম, কয়েক চামচ , আমার তৈরি করা ক্রিমটা | তৈরি আমার স্পেশাল রান্না '' চিকেন - মহারানী '' | একটা ঢাকা দিয়ে রাখলাম | ঢাকা খুলবো ডিনার টেবিলে (Chicken Maharani) |


ডিনার টেবিলে আমাদের আজকের মেনু , গরম গরম রুটি , খানিকটা স্যালাড , আর বাটিতে বাটিতে প্রত্যেকের জন্য ....অসাধারণ স্পেশাল স্বাদের '' চিকেন - মহারানী '' | আজকের দিনের এই স্পেশাল ডিনারে , আমরা সবাই মুগ্ধ !! আর সব্বাইকে মুগ্ধ দেখে , আমি অনেক অনেক বেশি মু........গ্ধ !! এতো ভালো লাগা ,,,,এতো ভালো লাগা ......যে , মন একেবারে আনন্দ - আর তৃপ্তিতে ভরপুর !!


ভালো খান | জমিয়ে খান | সুস্থ থাকুন | আনন্দে থাকুন |

Comments


bottom of page