![](https://static.wixstatic.com/media/5f50c2_92610bb319714ff9b191e3e509c82167~mv2.jpg/v1/fill/w_980,h_735,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/5f50c2_92610bb319714ff9b191e3e509c82167~mv2.jpg)
দুপুরের খাওয়া শেষ হতে আজ একটু দেরিই হয়েছে | বিকালে চায়ের টেবিলে সবাই বললো আজ চা বিস্কুটই থাক, আর কিছু খাবো না | ঠিক আছে ..........ওমা ! কিছুক্ষন বাদেই দেখি একে একে সবাই কানের কাছে এসে ফিসফিস করে বলছে , কেমন যেন খিদে খিদে পাচ্ছে ,আর চলে যাচ্ছে | তাইতো
একটু হালকা করে কিছু করে দিতেই হবে ,রাতের খাওয়ার তো দেরি আছে |
ভেবে ঠিক করলাম,হালকা করে ঘি - চিনি দিয়ে একটু চিঁড়ে ভেজে দি ,সবার ভালোও লাগবে , একটু পেট ও ভরবে | আর খুবই মুখরোচক |
ব্যাস......রান্নাঘরে ঢুকে গেলাম সবার জন্য ঘি দিয়ে আর চিনি দিয়ে চিঁড়ে ভাজতে |
![](https://static.wixstatic.com/media/5f50c2_0d22c5eaa8d64a5d81510fcdade31746~mv2.jpg/v1/fill/w_960,h_1280,al_c,q_85,enc_auto/5f50c2_0d22c5eaa8d64a5d81510fcdade31746~mv2.jpg)
উপকরণ :-
পাতলা চিঁড়ে - ৬ কাপ
চিনি - ১ থেকে ১.৫ কাপ
ঘি - ২ থেকে ৩ চামচ
পদ্ধতি :-
গ্যাসে কড়াই গরম করে চিঁড়ে দিলাম | আঁচ বাড়িয়ে কমিয়ে শুকনো কড়াইতে চিঁড়ে নাড়তে লাগলাম |
![](https://static.wixstatic.com/media/5f50c2_7e61da74644f4616b7974b54520ca974~mv2.jpg/v1/fill/w_960,h_1280,al_c,q_85,enc_auto/5f50c2_7e61da74644f4616b7974b54520ca974~mv2.jpg)
শুকনো কড়াইতে চিঁড়ে বেশ মচমচে হয়ে এলেই আঁচ কমিয়ে দিলাম চিনি | আঁচ বাড়িয়ে কমিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিলাম ঘি | সমস্ত উপকরণ ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম |
বাড়ির সবাইকে দিলাম বাটি করে করে মুখরোচক আর টেস্টি টেস্টি ঘিয়ে ভাজা চিঁড়ে আর সঙ্গে চামচ |
সব্বাই যেন আহলাদে আটখানা | সবার আনন্দ দেখে মন ভরে গেলো |বড়োই ভালো লাগলো |
আপনারাও ভালো থাকুন ,সুস্থ থাকুন ,আনন্দে থাকুন |
Comments