
কাঁচি আমাদের প্রতি সংসার, দোকান, অফিস, স্কুল বাক্স, প্রভৃতি আরো অনেক অনেক জায়গারই খুব প্রয়োজনীয় এক সামগ্রী | লাগবে তো লাগবেই, নাহলে চলবেই না | আর এই প্রয়োজনীয় সামগ্রীটির এক বিশেষ প্রয়োজন রয়েছে আমাদের রান্নাঘরে |
রান্নাঘরে কিন্তু কাঁচি রাখতেই হবে | নাহলে আমরা, যারা রান্নাঘরের আসল মালিক, তারাই পড়বো অসুবিধায় সব চাইতে বেশি | মশলার প্যাকেট, তেলের প্যাকেট, দুধের প্যাকেট, প্রভৃতি কেটে কেটে ভিতরের উপাদান গুলো তড়িঘড়ি বার করতে কাঁচির ভূমিকা একেবারে অসীম | কারণ এখন সংসারের অনেক প্রয়োজনীয় উপকরণ পাউচ হিসাবেই আমরা দোকান থেকে কিনে বাড়িতে আনি | আর পাউচ কেটেই ভেতরের উপাদান গুলো পাই |

আর এই প্যাকেট কাটার কাঁচি যদি ভোঁতা হয়ে যায়, ধার না থাকে, তবে তড়িঘড়ি প্যাকেট কেটে উপকরণ বার করার সময় কেমন অসুবিধায় পড়তে হয় তা বোধহয় অনেকেই অনুভব করে ফেলেছেন বা বুঝতে পেরেছেন |
কিন্তু আপনারা নিজেরাই চটজলদি কাঁচি তে ধার দিয়ে ফেলতে পারেন | আমাদের সবার সংসারে ওষুধের প্রয়োজনীয়তা অনস্বীকার্য | ওষুধ পত্র একদমই ব্যবহার করা হয় না, এমন সংসার বলতে গেলে খুবই কম | আর আমরা যে ওষুধ গুলো ব্যবহার করি, তার মধ্যে অনেক গুলোই রুপালি স্ট্রিপে প্যাক করা থাকে | আর আমাদের কাঁচির ধার ফিরিয়ে আনতে এখন প্রয়োজন এই রুপালি স্ট্রিপ গুলো |
ওষুধ ব্যবহারের পর খালি রুপালি স্ট্রিপ নিয়ে, যে কাঁচিতে ধার নেই, সেটা দিয়েই বারবার জোর করে কাটতে হবে | কেটে কেটে রুপালি স্ট্রিপ একেবারে কুচি কুচি করে ফেলতে হবে | একটু সময় ধরে ধারহীন কাঁচি দিয়ে রুপালি স্ট্রিপ গুলো কুচি কুচি করতে করতেই কাঁচিতে ফিরে আসবে সুন্দর ধার |
কাজের ফাঁকে মাঝেমাঝে আমরা এভাবেই কাঁচির হারানো ধার ফিরিয়ে আনতে পারি, আর অসুবিধা গুলোও দূরে সরিয়ে রাখতেই পারি | খুব একটা কঠিন কাজ তো নয় | তাই বলছি, চলুন না আমরা সবাই একবার চেষ্টা করেই দেখি রান্নাঘরের কাঁচিতে প্রয়োজনীয় ধারটা ফিরিয়ে আনতে পারি কিনা...........
কি বলেন ?
Comments