সকালে ঘুম থেকে উঠেই আমাদের সবারই চাই এক কাপ গরম গরম চা | নাহলে দিনটা যেন শুরুই হয়না | আর অবশ্যই এই চায়ের পাত্র ----- একটি কাপ |
বেশির ভাগ মানুষই সাদা কাপে চা খেতে অভ্যস্ত | বারবার চা খাওয়ার শেষে আমরা, গৃহিনীরা বারবারই চায়ের কাপ, বাসন ধোয়ার সাবান ও স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি | কিন্তু এতো করা সত্ত্বেও কিছুদিন বাদে কাপ গুলো কেমন যেন হালকা কোরা-কোরা লালচে মতো হয়ে যায় | এই কোরা-কোরা লালচে ভাব কাটানোর একটা খুব সহজ উপায় আছে |
উপায় ?
রাতে সব কাজের শেষে, একটা বড় পাত্রে কিছুটা হালকা গরম জল নিয়ে, জলের মধ্যে খানিকটা খাবার সোডা ও অল্প পরিমাণ বাসন ধোয়ার সাবান দিয়ে নেড়ে নিতে হবে | সাদা কাপ গুলো সেই পাত্রের মধ্যে, একদম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে |
সারা রাত এই ভাবেই থাকবে | সকালে ঘুম থেকে উঠে, কাপ গুলো ভালো করে জলে ধুয়ে নিলেই দেখা যাবে ---- কাপ গুলো আবার কি সুন্দর আগের মতো ধবধবে সাদা হয়ে গেছে.....যেন নতুন কাপ -----
Comentarios